অনলাইন ডেস্ক :
দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ছয়দিন আমদানি রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এছাড়া ভারতের হিলি এক্সপোস্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারি স্বাক্ষরিত একটি পত্র বাংলা হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়। পত্রে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর ছয়দিন ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর প ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
আমদানি-রপ্তানির সময় বৃদ্ধি: এদিকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি কার্যক্রম চলবে বন্দরে। পূজার বন্ধের আগেই পণ্যবাহী ট্রাকের জট কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে। ফলে প্রতিদিন সাড়ে ছয়টা পর্যন্ত দুই দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। এর আগে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলতো। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক আমদানি-রপ্তানি নিয়ম অনুসারে আমাদের এই কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও ভারতের ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল। জামিল হোসেন বলেন, পূজার দীর্ঘ ছুটি এবং কাঁচামালবাহী ভারতের ট্রাকগুলো দ্রুত সময়ে বাংলাদেশে প্রবেশ করাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ভারতের ভেতরে জট কমবে এবং দেশীয় কাঁচামরিচ-পেঁয়াজে অনেকটা প্রভাব মুক্ত হবে। এর আগে সময় বাড়াতে গত বুধবার ভারতের পক্ষ থেকে বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দেওয়া হয়। ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পতিরাম থেকে হিলি পর্যন্ত রাস্তার পাশে পূজাম-প নির্মাণ করা হচ্ছে। এ কারণে সময়মতো পণ্যবোঝাই ট্রাক সীমান্তের শূন্যরেখায় পৌঁছাতে পারছে না। যথা সময়ে বাংলাদেশে রপ্তানি না হলে কাঁচামরিচ-পেঁয়াজসহ অন্যান্য পণ্য ট্রাকেই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ৭-৯ অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য রপ্তানির সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, আমি বাংলাদেশের সিঅ্যান্ডএফ সদস্যদের সঙ্গে কথা বলেছি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি করা হবে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক