অনলাইন ডেস্ক :
টানা চার জয়ে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আগের ম্যাচে ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচটা ছিল অনেকটা নিয়মরক্ষার। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে এমন ম্যাচে বায়ার্ন জয় পেয়েছে। তবে ঘন কুয়াশায় ম্যাচে দুর্দান্ত একটি বাইসাইকেল কিকে গোল সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন রবার্ট লেভানদোস্কি। ডায়নো কিয়েভের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে বায়ার্ন। দলটির হয়ে একটি গোল করেছেন লেভানদোস্কি, আরেকটি গোল করেছেন কিংসলে কোম্যান। আর ডায়নামো কিয়েভের হয়ে একটি গোল শোধ করেন ডেনিস হারমাস। করোনায় আক্রমণে একাদশের বেশকিছু ফুটবলার ছাড়াই খেলতে নামে বায়ার্ন মিউনিখ। তবে বাভারিয়ানদের খেলায় তাদের কোনো অভাব দেখা দেয়নি। বিরতির আগেই দুই গোল করে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বায়ার্ন। ম্যাচে ১৪তম মিনিটে কোরেন্টিন তলিসোর বাড়ানো বলে ডায়নামো কিয়েভের ডি-বক্সে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন লেভানদোস্কি। বিরতির আগে ব্যবধান বাড়ান কিংসলে কোম্যান। এবারও গোলের যোগানদাতা তলিসো। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ডায়নামো কিয়েভ। ম্যাচের ৭০তম মিনিটে ইউক্রেনের মিডফিল্ডার ভিক্টর সিহানকভের পাস থেকে ব্যবধান কমান ডেনিস হারমাশ। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের ‘ই’ গ্রুপের সবকটি ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল বায়ার্ন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা