April 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 8:35 pm

দুর্যোগে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে সাহায্য করবে রোবটিক ইদুঁর

অনলাইন ডেস্ক :

সম্প্রতি চীনা বিজ্ঞানীরা রোবটিক ইঁদুর তৈরির জন্য কাজ করছেন, যা উদ্ধারকর্মীদের দুর্যোগের জায়গায় বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে সহায়তা করতে পারে। এনডিটিভি জানায়, চীনের বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসর কিং শি-এর নেতৃত্বে থাকা দলটি এ কাজের জন্য ইঁদুরকে বেছে নিয়েছে কারণ তারা তাদের দীর্ঘায়িত পাতলা শরীর এবং অতুলনীয় তৎপরতার কারণে সংকীর্ণ জায়গায় নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম। বিজ্ঞানীরা এসকিউইউআরও (ছোট আকারের চতুষ্পদ রোবোটিক ইঁদুর) নামে একটি মেকানিক প্রোটোটাইপ তৈরি করেছেন যা তাদের ইঁদুরের গতিবিধি সম্পর্কে আরও অধ্যয়ন করতে সহায়তা করবে।