April 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 21st, 2021, 7:35 pm

দুশ্চিন্তায় ম্যান সিটি  

অনলাইন ডেস্ক :

লিগ কাপে ওয়াইকম ওয়ান্ডারার্সের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে বাধ্য হয়েই বেশ কিছু তরুণ খেলোয়াড়কে মাঠে নামাতে হবে। ইনজুরির কারণে মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড় বাইরে রয়েছে বলে নিশ্চিত করেছেন সিটি বস পেপ গার্দিওলা। ক্লাবের ওয়েবসাইটে গার্দিওলা বলেছেন, ‘ওয়ান্ডারার্সের বিপক্ষে আমার হাতে বিকল্প কোন খেলোয়াড় নেই। যে কারণে তরুণদের উপরই আমার নির্ভর করতে হচ্ছে। মূল দলের জন স্টোনস, অমারিক লাপোর্তে, ওলেক জিনচেনকো, রড্রি ও ইকে গুনডোগান ইনজুরিতে আছেন। আর সে কারনেই একাডেমি খেলোয়াড়দের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণের।  লিগ কাপের এই ম্যাচের পর আগামী নয় দিনের মধ্যে সিটি প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা চেলসি ও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও এরপর আবারো লিগে আরেকটি বড় ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে। এর অর্থ হচ্ছে ইনজুরির তালিকা দীর্ঘ হওয়ায় গার্দিওলার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তিনি আরো বলেছেন আসন্ন এই ম্যাচগুলোকে সামনে রেখে অনেককে আবার বিশ্রামেও রাখা হতে পারে।