April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 8th, 2023, 8:18 pm

দেশিদের নিয়ে পূর্ণাঙ্গ কোচিং প্যানেলের ভাবনা বিসিবির

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ড সিরিজের আগেই শুধু চান্ডিকা হাথুরুসিংহের ডেপুটিই নয়, দেশিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কোচিং প্যানেল তৈরি করার কথা ভাবছে বিসিবি। ইতোমধ্যে যে বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন হাথুরুসিংহে নিজেও। এমনকি টি-টোয়েন্টিতে ফেরানো হতে পারে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে। বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট ইউনিটের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন এ তথ্য জানিয়েছেন। বিপিএলের ডামাডোলেও ইংল্যান্ড সিরিজের উত্তাপ। শুধু মাঠের লড়াই নয়, টাইগার ডাগআউটে দ্বিতীয় অধ্যায়ের শুরুটা কেমন হয় চান্ডিকা হাথুরুসিংহের সেটিও আলোচ্য বিষয়। সিরিজের জন্য ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলার টিম ম্যানেজমেন্ট। নির্বাচকসহ বিসিবির একাধিক কর্তার সঙ্গে এ নিয়ে মোবাইলে এই লঙ্কান কোচ সেরেছেন প্রাথমিক আলাপ। কড়া হেডমাস্টার হিসেকে খ্যাতি আছে হাথুরুর। শঙ্কা আছে সিনিয়রদের সঙ্গে আবারও দূরত্ব বাড়ার। তবে এই ইস্যুতে সুজনের কাছ থেকে লেটার মার্কসই পাচ্ছেন এই লঙ্কান। খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি বাংলাদেশের অনেক কোচের সঙ্গে কথা বলেছি, যারা সামনে একরকম কথা বলেন আর পেছনে আরেকরকম। তবে হাথুরুর ব্যাপারে একটা কথাই বলব, ওর এই গুণটা আমার দারুণ লাগে- যা বলার সরাসরি বলে। সাকিব কিংবা তামিম অবশ্যই আমাদের বড় খেলোয়াড়, সিনিয়র খেলোয়াড়, গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু ওই ডেফিনেশনটা তো তৈরি করে না টিমের মধ্যে। একজন ইয়ং খেলোয়াড় হিসেবে যে সম্মানটা পাওয়া উচিত, হাথুরু সেটা সবসময় দিয়েছে।’ দু-এক দিনের মধ্যেই দল নিয়ে অনলাইনে দুই অধিনায়ক সাকিব-তামিমের সঙ্গে বসবেন চান্ডিকা৷ তবে এখানেও আছে প্রশ্ন৷ হাথুরু তিন ফরম্যাটের কোচ হওয়ায় টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের ভবিষ্যৎ কী? সুজন বলছেন, আবারও বাংলার ক্রিকেটে ফিরতে পারেন শ্রীরাম। সেই সঙ্গে দেশিদের নিয়ে করার পরিকল্পনা আলাদা কোচিং প্যানেল। সুজন বলেন, ‘আমার সঙ্গে এরইমধ্যে তার (হাথুরুসিংহে) একটা ফোনালাপ হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে খুবই সংক্ষিপ্ত একটা আলাপ হয়েছে। সে এই বিষয়ে খুবই পজিটিভ। ও চায় বড় একটা টিম ম্যানেজমেন্ট থাকুক, কোচিং প্যানেল থাকুক লোকালদের নিয়ে। টিম যখন বাইরে যায় তখন কেমন প্রবলেম হয়, সেটা ও খুব ভালোভাবে জানে কারণ ও এখানে কাজ করেছে। এই ব্যাপারটা আমাকে খুব ইমপ্রেস করেছে যে, আমরা কীভাবে ডেভেলপ করতে পারি। তো ও আসুক, এ ব্যাপারটা নিয়ে আমরা কথা বলব। আমাদের একটা শ্যাডো কোচিং প্যানেল করা হবে। শ্যাডো বলতে সারা দিন ন্যাশনাল টিমকে নিয়ে কাজ করবে- এমন কিছু কোচকে রাখতে চাই। ‘শ্রীরামের সঙ্গে মাঝে একবার কথা হয়েছিল। আমরা চাই ও আসুক। ও কতটুকু সময় দিতে পারবে বা কীভাবে সময় দিতে পারবে সেটা একটা কথা। তবে এখনো যে দরজা বন্ধ হয়ে গেছে তা আমার মনে হয় না।’ কোচের সমস্যা মিটে গেলেও ইংল্যান্ড সিরিজের আগে শঙ্কার নাম ইনজুরির হানা। যে কারণে ফ্রাঞ্জাইজি খুলনার হয়ে বাকি দুই ম্যাচ মিস করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সুজন বলেন, ‘তামিমের একটু প্রবলেম আছে। ওর ব্যাক স্ট্রেইনে একটা প্রবলেম আছে, আপনাদের হয়তো মনে আছে, ও ইনজেকশন নিয়েছিল ব্যাংকক গিয়ে। অটায় আবার একটু ভুগছে মনে হয়। ও আমাদের ওয়ানডের ক্যাপ্টেন, অনেক গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড়, ওর একটা ব্রেক দরকার।’ সব ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই ঢাকায় পা রাখবেন হাথুরুসিংহে। তারপরই ঘোষণা করা হবে থ্রি লায়নদের বিপক্ষে টাইগার স্কোয়াড। সিরিজের জন্য ক্যাম্প শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৩ ফেব্রুয়ারি।