November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 8:41 pm

দেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলার

প্রতীকী ছবি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অস্থায়ী হিসাব অনুযায়ী দেশের মাথাপিছু আয় দুই হাজার ৫৯১ মার্কিন ডলার থেকে দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন।

মান্নান বলেন, ‘আমাদের মাথাপিছু আয় ২০২১-২২ অর্থবছরে দুই হাজার ৮২৪ বা দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকায় পৌঁছেছে, যা গত অর্থবছরে (২০২১-২২) ছিল দুই হাজার ৫৯১।’

২০২১-২২ সালের চলতি অর্থবছরের ৬-৭ মাসের তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে জিডিপির এ অস্থায়ী অনুমান করা হয়েছে।

মন্ত্রী বলেন, অনুমান অনুযায়ী ২০২১-২২ বিদায়ী অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার সাত দশমিক ২৫ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ছয় দশমিক ৯৪ শতাংশ।

দেশের জিডিপি ২০২০-২১ অর্থবছরে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার (৩৫,৩০,২০০ কোটি টাকা) থেকে বেড়ে ২০২১-২২ অর্থবছরে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার (৩৯,৭৬,৫০০ কোটি টাকা) হয়েছে।

তিনটি প্রধান খাতের মধ্যে কৃষি খাতে দুই দশমিক ২০ শতাংশ, শিল্প খাতে ১০ দশমিক ৪৪ শতাংশ এবং সেবা খাতে ছয় দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

—-ইউএনবি