September 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 26th, 2023, 8:47 pm

দেশের সর্বোচ্চ বাজেটের ছবি ‘এমআর-৯’ ট্রেলারে ভরপুর অ্যাকশন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা গল্প, বিশাল বাজেট, দেশ-বিদেশের তারকা- এমন আরও বিভিন্ন কারণে ‘এমআর-৯’ ছবিটি দর্শকের আগ্রহ তৈরি করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, এই ছবির বাজেট ৮৩ কোটি টাকা! যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। যেটি নির্মিত হয়েছে দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। এতে মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। গত দুই মাস আগে এসেছিল সিনেমাটির টিজার। গত মঙ্গলবার রাতে অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে ‘এমআর ৯’ এর ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলার। ট্রেলারজুড়ে রয়েছে অ্যাকশন। তবে এতে ছবির কাহিনি সম্পর্কে খুব একটা ধারণা দেওয়া হয়নি।

বোঝা গেল, লাস ভেগাসের ওপর সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্যই বাংলাদেশি গোয়েন্দা মাসুদ রানাকে নেওয়া হয়। তার সঙ্গে যোগ দেন ভারতীয় এজেন্ট দেবী। এরপর শুরু হয় মিশন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ গণমাধ্যমকে জানান, আমরা আমাদের স্বপ্ন পুরণের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের স্বপ্নের পুরুষ, আমাদের হিরো মাসুদ রানাকে আমরা সারা বিশ্বে হাজির করতে যাচ্ছি। বাংলা চলচ্চিত্রকে বিশ্ব জনতার কাছে নিতে যাচ্ছি। শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের এক নতুন যাত্রা। সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে ‘এমআর-৯’।

হলিউডি অভিনেতাদের মধ্যে ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার এবং ভারতের ওমি বৈদ্য আছেন। সুমন ছাড়াও বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি অভিনয় করেছেন। সিনেমার চিত্রনাট্য করেছেন পরিচালক আসিফ আকবর, আবদুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এবং লস অ্যাঞ্জেলেসভিত্তিক, দ্য ফিল্ম পোস্ট, আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।