April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 12th, 2023, 8:23 pm

দেশের ৪১ হলে ‘পাঠান’, প্রতিদিন চলবে ২০৬ শো

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে বলিউড সিনেমা “পাঠান” মুক্তি নিয়ে কম জটিলতা হয়নি। শেষ পর্যন্ত বিভিন্ন জল্পনাকল্পনা শেষে শুক্রবার (১২ মে) দেশের প্রেক্ষাগৃহে অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তি পেয়েছে। এর মাধ্যমে ১৯৭১ সালের পর প্রথমবারের মতো কোনো হিন্দি চলচ্চিত্র দেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেল। গত ৪ মে “পাঠান” সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পায়। সেই ধারাবাহিকতায় শুক্রবার দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেল স্পাই থ্রিলার ঘরানার সিনেমাটি। এগুলোতে প্রতিদিন “পাঠান”র ২০৬টি শো প্রদর্শিত হবে। ইতোমধ্যে প্রথম দিনের শোয়ের সব টিকেট বিক্রি হয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে “পাঠান” সিনেমাটি মুক্তি পেয়েছে। আমদানির শর্ত অনুযায়ী ভারতে শাকিব খান অভিনীত “পাংকু জামাই” রপ্তানি হয়েছে। বাংলাদেশ থেকে “পাঠান” সিনেমাটি আমাদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।“পাঠান” সিনেমাটির মধ্য দিয়ে বাংলাদেশের কয়েকটি প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো বক্স অফিস চালু হচ্ছে। “পাঠান”র আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানান, প্রথম দিকে ১৫টি হলে বক্স অফিসের ব্যবস্থা করা হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়ানোর ব্যবস্থা থাকবে।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মুক্তি পায় “পাঠান”। দেশটির ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি সিনেমা হলে শুরু হয় প্রদর্শনী। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পায়। পরে সিনেমাটি গত ২২ ওটিটি প্ল্যাটফর্মে অ্যামাজন প্রাইমেও মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয় শাহরুখ অভিনীত সিনেমাটি। “পাঠান” বলিউডে ইতোমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। বিগত সময়ের অনেক সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে এ সিনেমা। মুক্তির পর স্পাই থ্রিলার ঘরানার সিনেমাটি বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারত থেকে ৫০০ কোটি রুপি আয় করেছে। সেই সঙ্গে ভারতের পঞ্চম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।