November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 30th, 2021, 7:26 pm

দেশে করোনায় প্রতিদিন ২শ’র ওপর মৃত্যু, শনাক্ত ১৩, ৮৬২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশে করোনায় প্রতিদিনই ২শ’র ওপর মৃত্যুর ঘটনা ঘটছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে গেলো ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১২ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৮৬২ জনের।

শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ৩০.৭৭ শতাংশ।

এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। দেশে সুস্থতার হার ৮৫. ৮১ শতাংশ।

গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা ২০০ জনের ওপরে। গত ২৭ জুলাই সর্ব্বোচ্চ ‍মৃত্যু হয়েছে। এদিন ২৫৮ জন মারা গেছেন।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ৩৬ জন, চট্টগ্রামে ৫৩ জন , রংপুরে ৯ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রাজশাহীতে ১৩ জন এবং ময়মনসিংহে আটজন মারা গেছেন।