November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 9:40 pm

দেশে ডেঙ্গু আক্রান্ত ২০ হাজারের বেশি

ঋতু পরিবর্তনের কারণে শিশুরা নানা রোগে সংক্রমিত হচ্ছে। জ¦র, ঠান্ডা, শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন হাসপাতাল গুলোতে চিকিৎসার নিতে শিশুদের নিয়ে ভীড় জমাচ্ছেন অভিভাবকরা। রোগীদের অতিরিক্ত ভীড়ের কারণে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। ছবিটি রোববার সকালে ঢাকা শিশু হাসাতাল থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২১১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ফলে এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ২০ হাজার ১২৯ জন। একই সময়ে ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ঋতু পরিবর্তনের কারণে শিশুরা নানা রোগে সংক্রমিত হচ্ছে। জ¦র, ঠান্ডা, শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন হাসপাতাল গুলোতে চিকিৎসার নিতে শিশুদের নিয়ে ভীড় জমাচ্ছেন অভিভাবকরা। রোগীদের অতিরিক্ত ভীড়ের কারণে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। ছবিটি রোববার সকালে ঢাকা শিশু হাসাতাল থেকে তোলা।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ২১১ জন। এর মধ্যে ঢাকাতে ১৬৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৪৭ জন।

ঋতু পরিবর্তনের কারণে শিশুরা নানা রোগে সংক্রমিত হচ্ছে। জ¦র, ঠান্ডা, শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন হাসপাতাল গুলোতে চিকিৎসার নিতে শিশুদের নিয়ে ভীড় জমাচ্ছেন অভিভাবকরা। রোগীদের অতিরিক্ত ভীড়ের কারণে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। ছবিটি রোববার সকালে ঢাকা শিশু হাসাতাল থেকে তোলা।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৭২ জন রোগী ভর্তি রয়েছেন। এবছর ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ১২৯ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬ জন রোগী। এ যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যুর হয়েছে।