অনলাইন ডেস্ক :
আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া টেস্টে খেলবেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার দেশে ফিরবেন কি না এমন প্রশ্ন এখন চারিদিকে। তবে জানা গেছে, পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব। ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাবেন তিনি। এরইমধ্যে বিসিবি তাকে নাকি ছাড়পত্রও দিয়েছেন।
বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার সাকিব। তার নামে গার্মেন্টস শ্রমিক হত্যা মামলা হলেও বিসিবি টাইগার অলরাউন্ডারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। গুঞ্জন আছে, সাকিবের জন্য আইনি লড়াইয়েও নামতে পারে বিসিবি। এমনকি শোনা যাচ্ছে, দেশের পরিস্থিতি অনূকুলে না থাকায় সাকিবকে দেশে ফিরতেও নাকি বিসিবির তরফ থেকে নিষেধ করা হয়েছে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছেন না জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
আগামী ৯-১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময়ে ইংল্যান্ডের কাউন্টির ক্লাব সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার। ৯-১২ সেপ্টেম্বর সামারসেটের সাথে সারের ম্যাচ।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২