September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 25th, 2022, 12:51 pm

দেশে হল না পেলেও কলকাতায় সেরা

অনলাইন ডেস্ক :

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। একই বিভাগে সেরার পুরস্কার পেয়েছে স্পেনের সিনেমা ‘আপন এন্ট্রি’। নির্মাতা মুহাম্মদ কাইউম হাতে পুরস্কার ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অথচ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা গেল ৪ নভেম্বর দেশে মাত্র একটি সিনেমা হলে মুক্তি পায়; সেটিও গণমাধ্যমে সিনেমা হল না পাওয়ার প্রতিবেদন হওয়ার পর। বাংলার মাটি ও প্রকৃতি মিশে থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সিনেমাটি নির্মাতা মুহাম্মদ কাইউম নিজেই প্রযোজনা করেছেন।