November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 15th, 2021, 9:56 pm

দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পরই রবিবার ঘনিষ্ট সদস্যদের নিয়ে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে চলে গেছেন।

পরে একটি অনলাইন ভিডিওতে আফগানিস্তানের জাতীয় জোটের প্রধান প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, ‘আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট এই কঠিন পরিস্থিতিতে দেশ ত্যাগ করেছেন। স্রষ্টা তার বিচার করবে।’

আফগান নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে প্রায় দুই দশক ধরে আমেরিকা ও ন্যাটো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও এই পরাজয়ের মধ্য দিয়ে তালেবান মাত্র দশ দিনের মধ্যে প্রায় পুরো আফগানিস্তান দখল করে নেয়।

তালেবান মুখপাত্র সুহেল শাহীন কাতার ভিত্তিক আল-জাজিরা ইংরেজি স্যাটেলাইট নিউজ চ্যানেলকে বলেছেন, বিদ্রোহীরা “কাবুল শহরের শান্তিপূর্ণ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।” তিনি তার বাহিনী এবং সরকারের মধ্যে কোন সম্ভাব্য আলোচনার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে অস্বীকার করেছেন।

একজন আফগান কর্মকর্তা বলেছেন, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে তালেবান প্রতিনিধিরা রবিবার কাবুলে ছিলেন। তবে এই হস্তান্তর কখন হবে এবং তালেবানদের মধ্যে কারা আলোচনা করছে তা এখনো স্পষ্ট নয়।