জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি স্বল্পতার কারণে যানবাহনের চাপ বেড়েছে। এতে ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো একই জায়গায় আটকে আছে ১৫-২০ ঘণ্টা। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানবাহনের সারি রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস। এদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। ফেরিঘাটের যানজট নিরসনে এই মহাসড়কে গাড়িগুলো আটকে দিচ্ছে পুলিশ। গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাকচালক সুমন শেখ বলেন, ঘন কুয়াশায় ভোগান্তির পর দুই দিন ফেরিঘাট ভালো ছিল। আবারও ভোগান্তি শুরু হয়েছে। প্রায় ১০ ঘণ্টার মতো গোয়ালন্দ মোড়ে আটকে রয়েছি। শারমিন আক্তার নামে এক যাত্রী বলেন, দেড় ঘণ্টা ধরে একই জায়গায় আটকে রয়েছি। আরও দুই ঘণ্টার মতো লাগবে ফেরিঘাটে পৌঁছাতে। রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, দুই দিন ধরে আবারও সমস্যার সৃষ্টি হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। তবে বাস যাত্রীদের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ঘাট প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় একটু ভোগান্তির সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। বিকালে একটি ফেরি যুক্ত হবে। তখন হয়তো ভোগান্তি কমে যাবে। রাতে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলে ভোগান্তির সৃষ্টি হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি