সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।
ববি শিক্ষক সমিতি ও ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মবিরতি শুরু হয়।
এসময় সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিও জানানো হয়।
শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার ও সিম্পোজিয়াম- সবকিছু বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
ববি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এদিকে, ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ দ্রুত দাবি পূরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন।
ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আন্দোলন চলমান থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে।’
তবে, শিগগির এ বিষয়ে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।
—–ইউএনবি
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়
আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে: বেরোবি উপাচার্য
তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা