November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 22nd, 2024, 9:03 pm

দ্বিতীয় দিনে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কেও কোনো গাড়ি চলছে না।

এদিকে অবরোধের কারণে সাজেকে আটকা পড়েছেন কয়েকশ পর্যটক।

সাজেক রিসোর্ট মালিক সমিতির এক সদস্য বলেন, ‘অবরোধের কারণে সাজেকের রিসোর্টগুলোতে আটকা পড়েছেন কয়েকশ পর্যটক।’

আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা কেউই নিশ্চিত করতে না পারলেও প্রায় ৮শ পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।

অবরোধের কারণে পার্বত্য এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবরোধ কর্মসূচি চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে ৭২ ঘণ্টা সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেওয়া হয়। এই অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দেয় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

——ইউএনবি