April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:42 pm

দ্বিতীয় টেস্টেও এগিয়ে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই হলো অ্যাশেজ সিরিজ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে বসেছে এই সিরিজের আসর। ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেটে ইংলিশদের হারিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে রয়েছে অজিবাহিনী। টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৩ রানে ইনিংস ঘোষণা করে। এরপর ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। প্রথম টেস্টের মতো এই টেস্টেও ব্যাট হাতে সুবিধা করতে পারছেনা তারা। শনিবার (১৮ ডিসেম্বর) ছিলো টেস্টের তৃতীয় দিন। প্রতিবেদন লেখার সময় ইংলিশদের স্কোর ৬ উইকেটে ১৯৭ রান। ক্রিস ওকস ২৩ ও বেন স্টোকস ১২ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার চেয়ে এখানো ২৭৬ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড, হাতে আছে মাত্র ৪ উইকেট। ৮০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনে নামা ডেভিড মালান। দলপতি জো রুট করেছেন ৬২ রান। অজি পেসার মিচেল স্টার্ক ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি করে উইকেটে পেয়েছেন মাইকেল নেসার ও ক্যামেরন গ্রিন। এর আগে মার্নাস লাবুশানের ১০৩, ডেভিড ওয়ার্নারের ৯৫ ও স্টিভেন স্মিথের ৯৩ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৭৩ রান তোলে অস্ট্রেলিয়া।