April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 19th, 2023, 7:46 pm

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার আয় ২৫০ কোটি!

অনলাইন ডেস্ক :

সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। গত ৫ মে ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে বিতর্কিত এই সিনেমা। তামিল নাড়ুর পর সিনেমাটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার ওপেনিংয়ের তালিকায় সবার শীর্ষে রয়েছে ‘পাঠান’। আর এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির প্রথম দিনে ভালো সাড়া ফেলে এটি। তারপর থেকে এ ধারাবাহিকতা বজায় রেখেছে।

বিশ্ব ব্যাপী সিনেমাটির আয় ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটে জানিয়েছেন, ‘‘দ্য কেরালা স্টোরি’ দ্বিতীয় সপ্তাহে দারুণ সাড়া ফেলেছে। তৃতীয় সপ্তাহে সিনেমাটির দুর্দান্ত হবে। প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী এটি আয় করেছে ৮১.১৪ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ৯০.৫৮ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় ১৭১.৭২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২২৩ কোটি টাকার বেশি। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার ট্রেইলার মুক্তির পরই বিতর্ক গভীরভাবে দানা বাঁধে। অভিযোগ, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন।

এ সিনেমা মুক্তি পেলে কেরালায় ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এজন্য কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকেও এ রাজ্যে সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে এটি আদালতে গড়ায়। কিন্তু আদালত এ মামলা খারিজ করে দেন। সিনেমাটির মুক্তি উপলক্ষে তামিলনাড়ুতে সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলে মনে করেছিলেন ভারতীয় গোয়েন্দা বাহিনী। এজন্য এ রাজ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। তবে সংঘর্ষের মতো কোনো ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গেও এমন আশঙ্কা করলেও বাস্তবে তা দেখা যায়নি। বাঙালি পরিচালক সুদীপ্তর দাবি- সিনেমাটিতে কেরালা কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রসঙ্গ নেই। তাদের নিশানায় শুধু সন্ত্রাসবাদীরা।