সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) কর্মীদের বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি বানচাল করে দিয়েছে পুলিশ।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ের সামনে বামদলগুলোর নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়ো হতে থাকেন।
এই সময় তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি পদক্ষেপ হিসেবে, ‘ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীর অপসারণ’, ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং শহর ও গ্রামে রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে স্লোগান দিতে থাকে।
সচিবালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বাম দলের নেতাকর্মীদের সচিবালয়ে প্রবেশে বাধা দেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, দুপুর দেড়টার দিকে কর্মীরা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়, তবে কেউ হতাহত হয়নি।
পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি