অনলাইন ডেস্ক :
লাহোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ১৭ রান করে আউট হয়েছেন অজি ব্যাটার স্টিভ স্মিথ। এই ছোট্ট ইনিংসেই স্মিথ গড়ে ফেলেছেন একটি রেকর্ড। টেস্টে সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার রান পূরণ করে ফেললেন এই ডানহাতি ব্যাটার। সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার টেস্ট রান করার রেকর্ডটি এতোদিন ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার দখলে। ২০১০ সালে সাঙ্গাকারা কলম্বোতে ভারতের বিরুদ্ধে তাঁর ৮ হাজার রান পূরণ করেছিলেন। এইজন্য সাঙ্গাকারার খেলতে হয়েছিল ১৫২টি ইনিংস। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৫৪টি ইনিংস খেলে ৮ হাজার টেস্ট রান পূরণ করেছিলেন। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্টে ৮ হাজার রান পূরণ করেছিলেন ১৬৯টি ইনিংসে। স্টিভ স্মিথ সেখানে ১৫১টি টেস্ট ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন। পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্যাট করতে নামার সময় ৮ হাজার থেকে ৭ রান দূরে ছিলেন স্মিথ। ১৭ রান করায় স্মিথের মোট টেস্ট রান এখন ৮০১০।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা