November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 24th, 2022, 8:24 pm

দ. আফ্রিকায় তিন মাসে ৭ হাজার খুন

অনলাইন ডেস্ক :

অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। পুলিশের নতুন পরিসংখ্যানে জানা গেছে, গত তিন মাসেই ৭ হাজারের বেশি মানুষ খুন হয়েছে দেশটিতে। যা গত বছরের একই সময়ের চেয়ে সহিংস অপরাধের মাত্রা অনেক বেশি। বুধবার দ. আফ্রিকা সরকারের পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি কমিটি, চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ স্টেশনে রেকর্ডভুক্ত বিভিন্ন অপরাধের তালিকা প্রকাশ করেছে। পর্যালোচনা করে জানা গেছে, ওই তিন মাসে নিহত হয়েছেন ৭ হাজার মানুষ। এর মধ্যে প্রায় ১ হাজার নারী। নতুন প্রতিবেদনে আরও জানা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হত্যার হার ১৪ শতাংশ বেশি। ২০২১ সালের এই সময়ে যেখানে হত্যার শিকার হন ৬ হাজার ১৬৩ জন। ১৩ হাজার বেশি নারীকে গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশে আক্রমণ করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ মন্ত্রী ভেকি সেল জানান, দক্ষিণ আফ্রিকায় যে হারে নারীরা নির্যাতিত এবং কয়েকজনকে হত্যা করা হয়েছে তা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। গত বছরের একই সময়ে ৪ হাজার অপহরণ ঘটছে, যা দ্বিগুণ। এপ্রিল থেকে সেপ্টেম্বরে ৫৫০ শিশু হত্যার শিকার হয়েছে। এসব ঘটনায় সারা দেশে ১০ হাজারের বেশি মামলা হয়েছে। দ. আফ্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দেশটিতে ছোট বড় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি স্থির না থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। সূত্র: আল জাজিরা