April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 7:57 pm

ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ হলেন লামিচানে

অনলাইন ডেস্ক :

নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে ধর্ষণের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন)। প্রথমে নিশ্চুপ থাকলেও দেশটির আদালত কর্তৃক লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর নিরবতা ভাঙ্গে নেপাল ক্রিকেট বোর্ডের। এক জরুরি বৈঠক ডেকে অধিনায়ক লামিচানেকে নিষিদ্ধ করেছে সিএএন। বৈঠক শেষে বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘কাঠমান্ডু ডিস্ট্রিক্ট আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে সিএএনের কার্যনির্বাহী কমিটি লামিচানেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সিএএনের ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রশান্ত বিক্রম মাল্লা বলেন, ‘বোর্ডের সাসপেনশনের অর্থ শুধু জাতীয় দলই নয়, দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলতে পারবেন না লামিচানে।’ তিনি এই মুহূর্তে সিপিএলে থাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। মাল্লার ঘোষণার কয়েক ঘণ্টা পর জ্যামাইকা তালাওয়াস বিবৃতি দিয়ে জানায়, লামিচানেকে তাৎক্ষণিকভাবে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তবে, ধর্ষণের এমন অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ লামিচানে। তিনি টুইটারে লিখেছেন, আমি নির্দোষ এবং নেপালের আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি। সিদ্ধান্ত নিয়েছি সিপিএল থেকে ছুটি নিয়ে কয়েক দিনের মধ্যে দেশে ফিরব। সবগুলো ভিত্তিহীন অভিযোগ মোকাবিলা করতে আমি প্রস্তুত। গত ২২ আগস্ট কেনিয়া ও সিপিএল খেলার উদ্দেশে দেশ ছাড়ে লামিচানে। ধর্ষণের ঘটনাটি তার আগের রাতে ঘটে বলে জানান মামলার বাদী।
লামিচানে নেপালের হয়ে ৩০ টি ওয়ানডে ও ৪৪ টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। তবে লেগ স্পিনে সাফল্য পাওয়া লামিচানে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলে থাকেন।