অনলাইন ডেস্ক :
সাজার বিরুদ্ধে শেষ বারের মতো আবেদন করেছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহো। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রোমের (ইতালি) আদালত। ফলে ধর্ষণের দায়ে ৯ বছর জেলের সাজা খাটতেই হবে তাকে। ২০১৭ সালে রবিনহোকে দোষী সাব্যস্ত করে ইতালির আদালত। সেই সঙ্গে তার এক বন্ধু রিকার্ডো ফালকোকেও দোষী সাব্যস্ত করা হয়। তাদের ৯ বছরের সাজা দেওয়া হয়। তারপর থেকে সেই সাজার বিরুদ্ধে বার বার আবেদন করেছেন রবিনহো। কিন্তু বার বার তা খারিজ হয়েছে। শেষ আবেদনও এবার খারিজ। আর কোথাও আবেদন করতে পারবেন না তিনি। এ বার সাজা খাটতেই হবে রবিনহোকে। তবে আদালত জানিয়েছে, রবিনহোরা চাইলে ব্রাজিলের জেলেও সাজা খাটতে পারেন। সেক্ষেত্রে ব্রাজিলের প্রশাসনের সঙ্গে কথা বলবে তারা। এই মামলায় অভিযুক্ত আরো চার ব্রাজিলীয় মামলা চলাকালীন ইতালি থেকে পালিয়ে ব্রাজিলে চলে যান। তাদের বিরুদ্ধে ফের মামলা শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। ধষর্ণের ঘটনাটি ঘটে ২০১৩ সালে। সেই সময় ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলতেন রবিনহো। রোমের একটি পানশালায় আলবেনিয়ার ২২ বছরের এক তরুণীকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে রবিনহোসহ ৬ জনের বিরুদ্ধে। চার বছর ধরে মামলা চলার পরে দোষী সাব্যস্ত হন ব্রাজিলের এই ফুটবলার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা