November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 8:17 pm

ধর্ষণে অভিযুক্ত লামিচানের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে নেপাল

অনলাইন ডেস্ক :

কিশোরী ধর্ষণের অভিযোগে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন সন্দীপ লামিচানে। কিন্তু সামনেই ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ট্রাই সিরিজ থাকায় সাবেক অধিনায়কের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে নেপালের ক্রিকেট বোর্ড (সিএএন)। অবশ্য নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও সিএএন জেনারেল ম্যানেজার ব্রিতান্ত খানাল জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া এবং লামিচানেকে খেলতে অনুমতি দেওয়ার বিষয়টি আদালতের বেঁধে দেওয়া শর্তের ভেতর সীমাবদ্ধ থাকবে। এই সময়ে নেপাল দল কোথাও সফরে গেলে লামিচানের অংশগ্রহণ নির্ভর করবে আদালত তাকে অনুমতি দেয় কিনা তার ওপর। ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। এর পরই তাকে নিষিদ্ধ করে নেপালের ক্রিকেট সংস্থা। এই বছরের জানুয়ারিতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় প্রায় ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের বিনিময়ে। তবে চূড়ান্ত রায়ের আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়। নেপাল ক্রিকেটকে নতুন পরিচয় দেওয়া লামিচানে ২০১৮ সালে অভিষেকের পর খেলেছেন ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েনিট। তাছাড়া বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি নিয়মিত মুখ। খেলেছেন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল ও সিপিএলে।