November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:49 pm

নতুন অস্ত্র নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

গত মাসের প্রথম সপ্তাহে জার্মানির তৈরি ৫০টি নতুন রাইফেল পেয়েছিল শুটিং ফেডারেশন। নতুন অস্ত্র নিয়ে রাব্বি হাসান মুন্না-ইউসুফল আলীরা অনুশীলনও করেছে। এবার সেই অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার চ্যাংগুনে বিশ্বকাপ শুটিংয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ৯ থেকে ২১ জুলাই বসতে যাচ্ছে শুটিং বিশ্বকাপ। সেখানে অংশ নিতে বুধবার রাতে বাংলাদেশ দল দেশ ছাড়তে যাচ্ছে। নতুন অস্ত্র নিয়ে সেখানেই লাল-সবুজ জার্সিধারীরা নতুন পরীক্ষা দিতে যাচ্ছে। বিশ্বখ্যাত ওয়ালথার কোম্পানির রাইফেল দিয়ে শুটাররা প্রস্তুতিও সেরেছে। যদিও রাইফেলের সঙ্গে মানিয়ে নিতে সময়টা যথেষ্ট ছিল না। তারপরও ভালো কিছুর প্রত্যাশা সবার। রাব্বি হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন ইক্যুইপমেন্টের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে। আমরা চেষ্টা করছি দ্রুত অভ্যস্ত হয়ে উঠতে। অনুশীলনে স্কোরে সবারই উন্নতি হয়েছে। কোরিয়াতে ভালো করার জন্যই যাচ্ছি আমরা।’ দলটির ম্যানেজার মোস্তাক ওয়াইজেরও প্রত্যাশা ইতিবাচক কিছু করার, ‘নতুন রাইফেলের সঙ্গে ধাতস্ত হতে সময় লাগবে। তবে আমি আশাবাদী দক্ষিণ কোরিয়াতে পারফরম্যান্স ভালো হবে।’ বিশ্বকাপগামী শুটাররা হলেন- এয়ার রাইফেল ইভেন্টে নাফিসা তাবাসসুম নাতাশা, সাজিদা হক, কামরুন নাহার কলি, ইউসুফ আলী, রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম ও তামজিদ বিন আলম। পিস্তল ইভেন্টে থাকছেন শাকিল আহমেদ ও আরদিনা ফেরদৌস। দলের সঙ্গে কোচ হয়ে যাচ্ছেন ইরানের জায়ের রেজাই।