অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের আসছে আসরের জন্য নতুন দলে যোগ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসারের সঙ্গে চুক্তি করেছে নটিংহ্যামশায়ার। ক্লাবটির দুইজন বিদেশি টি-টোয়েন্টি ক্রিকেটারের মধ্যে একজন আফ্রিদি। আরেকজন হলেন নিউ জিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান কলিন মানরো। গত বছর টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য আফ্রিদির সঙ্গে চুক্তি করেছিল মিডলসেক্স। ২০২০ সালে প্রথমবার এই টুর্নামেন্টে খেলেন তিনি হ্যাম্পশায়ারের হয়ে। সেবার মিডলসেক্সের বিপক্ষে চার বলে ৪ উইকেট নিয়ে গড়েন ভাইটালিটি ব্লাস্টে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে এই কীর্তি গড়া এখন পর্যন্ত একমাত্র বোলার তিনি। ওই ম্যাচে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন আফ্রিদি। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা। টি-টোয়েন্টি ব্লাস্টে এক ম্যাচে ৬ উইকেটের বেশি পেয়েছেন কেবল একজন বোলার। ২০১৯ আসরে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে সর্বোচ্চ ৭ উইকেট নেন নেদারল্যান্ডসের কলিন আকারম্যান। লাহোর কালান্দার্সকে টানা দুইবার পাকিস্তান সুপার লিগের শিরোপা জেতানো অধিনায়ক আফ্রিদি খেলবেন দা হানড্রেডের আসছে আসরেও। গত সপ্তাহে তার সঙ্গে চুক্তি করেছে ওয়েলস ফায়ার। ২০১৭ ও ২০২০ সালে টি-টোয়েন্টি ব্লাস্টের শিরোপা জয়ী নটিংহ্যামশায়ার গত আসরে নকআউট পর্বে উঠতে পারেনি। ২০১৫ সালের পর এমন তেতো অভিজ্ঞতা আর পায়নি তারা। এবার আফ্রিদিকে দলে টেনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলটির।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা