April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 30th, 2023, 8:41 pm

নতুন ঠিকানায় আফ্রিদি

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের আসছে আসরের জন্য নতুন দলে যোগ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসারের সঙ্গে চুক্তি করেছে নটিংহ্যামশায়ার। ক্লাবটির দুইজন বিদেশি টি-টোয়েন্টি ক্রিকেটারের মধ্যে একজন আফ্রিদি। আরেকজন হলেন নিউ জিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান কলিন মানরো। গত বছর টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য আফ্রিদির সঙ্গে চুক্তি করেছিল মিডলসেক্স। ২০২০ সালে প্রথমবার এই টুর্নামেন্টে খেলেন তিনি হ্যাম্পশায়ারের হয়ে। সেবার মিডলসেক্সের বিপক্ষে চার বলে ৪ উইকেট নিয়ে গড়েন ভাইটালিটি ব্লাস্টে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে এই কীর্তি গড়া এখন পর্যন্ত একমাত্র বোলার তিনি। ওই ম্যাচে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন আফ্রিদি। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা। টি-টোয়েন্টি ব্লাস্টে এক ম্যাচে ৬ উইকেটের বেশি পেয়েছেন কেবল একজন বোলার। ২০১৯ আসরে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে সর্বোচ্চ ৭ উইকেট নেন নেদারল্যান্ডসের কলিন আকারম্যান। লাহোর কালান্দার্সকে টানা দুইবার পাকিস্তান সুপার লিগের শিরোপা জেতানো অধিনায়ক আফ্রিদি খেলবেন দা হানড্রেডের আসছে আসরেও। গত সপ্তাহে তার সঙ্গে চুক্তি করেছে ওয়েলস ফায়ার। ২০১৭ ও ২০২০ সালে টি-টোয়েন্টি ব্লাস্টের শিরোপা জয়ী নটিংহ্যামশায়ার গত আসরে নকআউট পর্বে উঠতে পারেনি। ২০১৫ সালের পর এমন তেতো অভিজ্ঞতা আর পায়নি তারা। এবার আফ্রিদিকে দলে টেনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলটির।