অনলাইন ডেস্ক :
ব্রিসবেনের গ্যাবায় শুরু হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। বুধবার প্রথমদিন অজি বোলারদের তোপের মুখে মাত্র ১৪৭ রান করেই অলআউট হয়ে যায় ইংলিশরা। এরপর বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার দ্বিতীয় দিন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু নতুন এক বিতর্কে প্রশ্নবিদ্ধ ম্যাচটি। ঘটনাটি ঘটে যখন স্বাগতিকদের স্কোর ১ উইকেটের বিনিময়ে ৩৭ রান। তখন ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার ও বোলিংয়ে আসেন দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এই ইংলিশ পেসারের ওভারের প্রথম চারটি বলেই তার পা সীমানা অতিক্রম করে ফেলে। কিন্তু আম্পায়ারের নজরে পরে চতুর্থ বলটি। ওই বলেই আউট হন ওয়ার্নার। তখন রিপ্লেতে দেখা যায় এটি নো-বল। ফলে সে যাত্রায় বেঁচে যান অজি ওপেনার। এরপর দেখা যায়, আগের তিনটি বলও নো-বল ছিল। কিন্তু আম্পায়ারের নজরে আসেনি। যা নিয়ে বিতর্কের সৃষ্টি ও সমালোচনা শুরু হয়েছে। এদিকে, এ ঘটনায় আম্পায়ারকেই দোষ দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, ‘কেউ যদি এগুলো পর্যবেক্ষণ করার পরও নো-বল না দেয়, তাহলে সেটা দুঃখজনক। এগুলো নো-বল ছিল বলেই মনে হয়। প্রথম বলটি আম্পায়ার ধরিয়ে দিলে হয়তো স্টোকস পরেরগুলো শুধরে নিতো।’ অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেলও এ কর্মকা-ে অবাক। তিনি বলেন, ‘বর্তমানে প্রযুক্তির সাহায্যে সব বলই পর্যবেক্ষণ করা হয়ে থাকে। কিন্তু কেন এই বলগুলো পর্যবেক্ষণ করা হলো না, সেটা বুঝতে পারছি না। আম্পায়ারদের সাহায্য করার জন্য আইসিসির প্রযুক্তিবিদরা তো আছেনই। তবু, কেন এমনটা হলো।’ এই রিপোর্ট লেখার সময় ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩১৪ রান। ৯২ রানে ব্যাট করছেন ট্রাভিস হেড ও ২ রানে অপরাজিত মিচেল স্টার্ক। তাদের লিড ১৬৭ রানের। এ ছাড়া আউট হওয়ার আগে ৯৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাশ লাবুশানে করেন ৭৪ রান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা