April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 31st, 2022, 7:49 pm

নতুন মাইলফলক স্পর্শ করলেন মমিনুল

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ারে ৫০তম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রথম টেস্টে টস করতে নামার সঙ্গে সঙ্গে দেশের হয়ে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া হয়ে যায় তার। বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে হাফসেঞ্চুরির এই মাইলফলক স্পর্শ করলেন মমিনুল। মমিনুলের আগে দেশের হয়ে ৫০ বা তার বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার ও মাহমুুদ উল্লাহ রিয়াদ। ২০১৩ সালের মার্চে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মমিনুলের। ৫০তম ম্যাচের আগে তার টেস্ট পরিসংখ্যান হলো―৩৫০১ রান ও ৭ উইকেট। সেঞ্চুরি ১১টি, হাফসেঞ্চুরি ১৫টি।
বাংলাদেশের পক্ষে ৫০ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড়ের তালিকা :
মুশফিকুর রহিম (২০০৫-২০২২) ৭৮
তামিম ইকবাল (২০০৮-২০২১) ৬৪
মোহাম্মদ আশরাফুল (২০০১-২০১৩) ৬১
সাকিব আল হাসান (২০০৭-২০২১) ৫৯
হাবিবুল বাশার (২০০০-২০০৮) ৫০
মাহমুদ উল্লাহ রিয়াদ (২০০৯-২০২১) ৫০
মমিনুল হক (২০১৩-২০২২) ৫০*