April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 10th, 2021, 8:15 pm

নতুন মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে উড়িয়ে দিয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে সাবেক অধিনায়ক মাশরাফিকে ছুঁয়েছেন তিনি। মাশরাফি দেশের হয়ে ২৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ১০টি ম্যাচ। জয়ের হার শতকরা ৩৭ ভাগ। সোমবার অস্ট্রেলিয়াকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে মাহমুদউল্লাহর জয়ও দশটি। যদিও মাশরাফির চেয়ে ৬ ম্যাচ কম নেতৃত্ব দিয়েছেন বর্তমান অধিনায়ক। তবে মাহমুদউল্লাহর জয়ের হার ৪৫ ভাগ। সবমিলিয়ে মাশরাফির চেয়ে অনেকটাই এগিয়ে তিনি। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত ৭২ ম্যাচ খেলে ৪১টি জিতেছে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন সাতজন। এরমধ্যে শাহরিয়ার নাফীস ও লিটন দাস একটি করে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। নাফিসের এক ম্যাচের নেতৃত্বে দল জিতলেও লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল হেরেছিল। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দলকে নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি। তার ২৮ ম্যাচের নেতৃত্বে দল জিতেছে ১০ ম্যাচে। মাহমুদউল্লাহ ছাড়া মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ ২৩ ম্যাচ খেলে জিতেছে ৮টিতে। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ২১ ম্যাচ খেলে জিতেছে ৭টি ম্যাচ। বাংলাদেশের সর্বকণিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল ১১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন দুই ম্যাচ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফল ৫ অধিনায়ক:
মাহমুদউল্লাহ রিয়াদ- ২২ ম্যাচে ১০ জয় (৪৫.৪৫ শতাংশ)
মাশরাফি বিন মুর্তজা-২৮ ম্যাচে ১০ জয় (৩৭.০৩ শতাংশ)
মুশফিকুর রহিম-২৩ ম্যাচে ৮ জয় (৩৬.৩৬ শতাংশ)
সাকিব আল হাসান-২১ ম্যাচে ৭ জয় (৩৩.৩৩ শতাংশ)
মোহাম্মদ আশরাফুল-১১ ম্যাচে ২ জয় (১৮.১৮ শতাংশ)