অনলাইন ডেস্ক :
করোনায় বিপর্যস্ত সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে এক বছরে সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টি জয়ের নতুন গড়লো পাকিস্তান। করাচিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২০৭ রানের বড় স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান ৬৪, শামার ব্রুকস ৪৯, ব্র্যান্ডন কিং ৪৩ ও ড্যারেন ব্রাভো করেন ৩৪ রান। পাকিস্তানের পক্ষে ২টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। জবাবে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ১৫৮ রানের জুটিতে ৭ বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান। রিজওয়ান ১০ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৮৭ ও বাবর আজম ৯ চার ও ২ ছক্কায় ৫৩ বলে করেন ৭৯ রান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রিজওয়ান। এই জয়ে আরও একটি রেকর্ড নিজেদের করে নিলো পাকিস্তান। নিজেদের রেকর্ড ভেঙে এক বছরে সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টি জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়ল বাবর আজমরা। এর আগে ২০১৮ সালে রেকর্ড ১৭টিতে জয় পেয়েছিল তারা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা