April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 28th, 2022, 1:20 pm

নতুন লুকে রাজ-মিম, সুমনের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন পূজা

অনলাইন ডেস্ক :

আজ মুন্নার গায়ে হলুদ, কাল বিয়ে; অথচ সে কিনা পড়ে আছে ফুটবল নিয়ে। সদ্য বিবাহিত স্ত্রী হাসনা তাই অভিমানী স্বরে বলে ফেললো, ‘যাও ফুটবলের সঙ্গে সংসার করো’। খেলার প্রতি সীমাহীন এই আবেগ ও ভালোবাসার মিষ্টি অভিমানের দেখা মিলেছে মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ সিনেমার গানে। যেটি প্রকাশ হয়েছে গত সোমবার রাতে। গানের দৃশ্যে মুন্না ও হাসনা জুটির রসায়ন ফুটিয়ে তুলেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। গানটির শিরোনাম ‘ঘুরঘুর পোকা’। রাসেল মাহমুদের কথা ও আরাফাত মহসীনের সুর-সংগীতে গেয়েছেন ফোকস¤্রাজ্ঞী মমতাজ। গানের চিত্রে দুটি বিষয় তুলে ধরেছেন নির্মাতা। একদিকে মুন্নার ফুটবলের প্রতি আবেগ ও অদম্য চেষ্টার গল্প; অন্যদিকে প্রেমিকা হাসনাকে ভালোবেসে বিয়ে করার ঘটনাক্রম। ফুটবল খেলতে গিয়ে দেরি হয় প্রেমিকার কাছে আসতে, তাই মুন্না তথা রাজকে কান ধরে ওঠ-বস করালেন হাসনা ওরফে মিম। আবার মিমের সঙ্গে দেখা করতে গিয়ে দেরি হয়ে যায় খেলার মাঠে। সেখানে তাকে শাসায় কোচ (নাসির উদ্দিন খান)। ‘ঘুরঘুর পোকা’র ব্যতিক্রম ধাঁচের কথা-সুর-মিউজিক এবং উপভোগ্য চিত্রায়ন মনে ধরছে শ্রোতা-দর্শকের। অন্তর্জালে চোখ রাখলে দেখা যায়, অনেকেই গানটির প্রশংসা করছেন। উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস নিয়ে ‘দামাল’ নির্মাণ করেছেন সময়ের সফল নির্মাতা রায়হান রাফী। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, নাসির উদ্দিন খান, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, সুমিত সেনগুপ্ত, সাঈদ বাবু রাশেদ মামুন অপু প্রমুখ। আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে একই সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে আরেকটি সিনেমার গানও। ‘ঠিকানা বিহীন’ শীর্ষক সে গান মুক্তির মিছিলে থাকা ‘হৃদিতা’ সিনেমার। গানটি গেয়েছেন চন্দন সিনহা। কবির বকুলের কথায় সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এ গানের দৃশ্যে হাজির হয়েছেন পূজা চেরী ও এবিএম সুমন। চিত্রে দেখানো হয়েছে, সুমনের আশপাশে ছায়ার মতো ঘুরে বেড়ান পূজা। কিন্তু তাকে ছুঁতে গেলেই উধাও! অর্থাৎ পূজাকে নিয়ে কল্পনার রাজ্যে সুমনের বসবাস। ‘হৃদিতা’ নির্মিত হয়েছে লেখক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে। এটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। সিনেমাটিতে এবিএম সুমন ও পূজা চেরীর সঙ্গে আরও আছেন সাবেরি আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে এটি।