জেলা প্রতিনিধি, সিলেট :
নবগঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমান।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ও পৌর প্রশাসক নুসরাত জাহানের কাছ আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মেয়র বলেন, বিশ্বনাথ পৌরসভায় টেকনিক্যাল কলেজ, মহিলা কলেজ, মহিলা স্কুল, ময়লা আবর্জনা পরিস্কার ও প্রেসক্লাবের জন্য ভবন নির্মান’সহ টেকসই উন্নয়নের মাধ্যমে একটি মডেল পৌরসভা গড়ে তুলবেন। এজন্য তিনি জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের সার্বিক সহযোগীতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও পৌরসভার উদ্যোক্তা সুরমান আহমদ সুমনের পরিচালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি গাজী আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সংরক্ষিত সদস্য রাসনা বেগম, কাউন্সিলর রফিক হাসান, জহুর আলী, আ’লীগ নেতা মাহবুবুর রহমান লিলু, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, সাইফুল ইসলাম বেগ ও আ’লীগ নেতা সিরাজুল ইসলাম।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি