নিজস্ব প্রতিবেদক:
শুরু হল নবান্ন উৎসব ১৪২৮ এর শুভ সূচনা। সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয়ে নবান্ন উৎসবে শামিল হয়েছে নগরবাসী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিন রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতি বছরের মতো এ উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।
এ উৎসবে দলীয় সংগীত পরিবেশন করে বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্ট (বাফা) উদীচী, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, স্বভূমি লেখক গোষ্ঠী, সমস্বর, উজান, পঞ্চায়েত, উত্তরা কালচারাল সোসাইটি।
দলীয় নৃত্যে অংশ গ্রহণ করে নৃত্যজন, জি এ মান্নান দিব্য সাংস্কৃতিক গোষ্ঠী, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, কত্থক নৃত্য সম্প্রদায়, স্পন্দন, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, পুষ্পাঞ্জলী, নান্দনিক নৃত্য সংগঠন, নূপুরের ছন্দ এবং বাংলা একাডেমি অব ফাইন আর্টস।
অনুষ্ঠানের মঞ্চে ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
অনুষ্ঠানে করোনাভাইরাসের মধ্যে প্রয়াত সংস্কৃতিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম