November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 22nd, 2022, 8:43 pm

নবীনগরে, অবশেষে কচুরিপানার নীচে পাওয়া গেল জিলানীর মৃতদেহ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় কচুরিপানার নীচে পাওয়া গেল জিলানীর মৃতদেহ। শুক্রবার ২২ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স সহ ডিউটি করা কালে নবীনগর বাজার এলাকায় তিতাস নদীর তীরে মনু ঘাট সংলগ্ন কচরিপানা সড়াতেই মৃত অবস্থায় দেখামেলে জিলানীর মৃত দেহ।
জানাযায়, গতকাল ২১ এপ্রিল সকাল ১০ টায় মহিষ নিয়ে সাতার কেটে নদী পার হওয়ার সময় নবীনগর বাজার সংলগ্ন তিতাস নদীর তীরে মনু ঘাট এলাকায় নিখোঁজ হয় জিলানী (৩২) ।
নিখোঁজ জিলানী নবীনগর পৌর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
খবরপেয়ে দিনভর তাকে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী সকলে মিলে খোঁজাখুজিঁর পরেও কোন সন্ধান যাওয়া যায়নি।
এ বিষয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, গতকাল সকালে একই এলাকার হেলাল ও জিলানী প্রতিদিনের ন্যায় দুই জনে ৬ টি মহিষ নিয়ে মনু ঘাট থেকে নদী সাঁতরে ওপাড় যাচ্ছিল মহিষ চারণে। হেলাল সহ সবকয়টি মহিষ নদী পার হতে পারলেও জিলানী নদীতে নিখোঁজ হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় সরকারি নিয়ম মেনে মৃতদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।