November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 4th, 2021, 5:39 pm

নভেম্বরে বাংলাদেশে ‘বঙ্গবন্ধু’র শুটিং

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। করোনার কারণে বেশ কয়েক বার পিছিয়ে শেষ হয়েছে ছবিটির ভারত অংশের শুটিং। বাকি রয়েছে বাংলাদেশ অংশের শুটিং। সে শুটিং আগামী ১লা নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন ছবির লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি। জেমি তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে শুটিং শুরুর বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেন, ছবিটির ভারতের অংশের কাজ শেষ। বাংলাদেশের শুটিং শুরু হবে পহেলা নভেম্বর থেকে। তার আগে লোকেশন স্কাউটিং এবং প্লেইট শুটিংয়ের জন্য মুম্বই থেকে একটি দল ঢাকা আসছে। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে নুসরাত ফারিয়া, তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), রাইসুল ইসলাম আসাদ (মওলানা ভাসানী), সাবিলা নূর (শেখ রেহানা), সিয়াম আহমেদ (শামসুল হক), খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), চঞ্চল চৌধুরী (তরুণ লুৎফর রহমান), দিলারা জামান (সায়েরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা ফারদিন দীঘি (ছোট রেণু), রিয়াজ আহমেদ (তাজউদ্দিন আহমেদ)সহ অনেকে আছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে।