এপি, রালেয়, নর্থ ক্যারোলিনা :
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একজন মেয়র জানিয়েছেন, একটি আবাসিক এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ অফিসারসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
রালেয় এর মেয়র মেরি-অ্যান বাল্ডউইন সাংবাদিকদের বলেছেন, বিকাল ৫টার দিকে নিউজ রিভার গ্রিনওয়েতে একাধিক লোককে গুলি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে এলাকার একটি বাসভবনে ‘ঘিরে’ রাখা হয়েছে।
নর্থ ক্যারোলিনা অঙ্গরজ্যের গভর্নর কুপার সন্ধ্যা ৭টার কিছু আগে এক টুইটে বলেন, ‘রাজ্য এবং স্থানীয় কর্মকর্তারা মাঠে রয়েছেন এবং বন্দুকধারীকে থামাতে এবং মানুষকে নিরাপদ রাখতে কাজ করছেন।’
এর আগে ওয়েকমেড হাসপাতালের মুখপাত্র দেব লাঘেরি বলেছেন, গুলিতে আহত কমপক্ষে চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনও তথ্য পাওয়া যায়নি।
পুলিশ এলাকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং আইন প্রয়োগকারীর সংস্থার অনেক যানবাহন রাস্তায় এবং দোতলা বাড়ির ড্রাইভওয়েতে পার্ক করতে দেখা গেছে। আশেপাশের এলাকাটি নিউজ রিভার গ্রিনওয়ে টেইল এর সীমানা এবং রালেয়’স ডাউনটাউন থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে।
রালেয় পুলিশ বিভাগ টুইটারের মাধ্যমে এক বিবৃতিতে এলাকার বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২