November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 24th, 2022, 1:43 pm

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত অর্ধ শতাধিক

অনলাইন ডেস্ক :

দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং বহু আহত হয়েছে বলে শনিবার রাজ্যের কর্মকর্তারা এবং পুলিশ জানিয়েছে।

লাগোস-ভিত্তিক পাঞ্চ সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা ১০০ এর বেশি হতে পারে। আগুন আশেপাশের সম্পত্তিতে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

তথ্য ও কৌশল সম্পর্কিত রাজ্যের কমিশনার ডেক্লান এমেলুম্বা বলেছেন, ‘শুক্রবার রাতে লাগা আগুন দ্রুত অবৈধ অপরিশোধিত তেল শোধনাগারের দুটি জ্বালানি স্টোরেজ এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে কমপ্লেক্সটি এলাকার মধ্যে আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে।’

এমেলুম্বা বলেন, বিস্ফোরণের কারণ এবং মৃত্যু, আঘাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ভিডিওতে বিভীষিকাময় দৃশ্য দেখানো হয়েছে, যেখানে মানুষের পুড়ে যাওয়া দেহ কঙ্কাল এবং সিন্ডারে পরিণত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্বাধীনভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

রাজ্য পুলিশ কমান্ডের মুখপাত্র মাইকেল অ্যাবাটাম বলেছেন, ‘অনেক মানুষ মারা গেছে। যারা মারা গেছেন তারা সবাই অবৈধ অপারেটর।’

একজন কর্মকর্তা বলেছেন, রাজ্য সরকার সেই শোধনাগারের মালিককে খুঁজছে এবং তাকে একজন ওয়ান্টেড ব্যক্তি ঘোষণা করা হয়েছে।