পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় সোমবার রাতে রান্নার গ্যাসের লাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। রাত পৌনে ১টার দিকে ওসমান গণি রোডের (আলুবাজার) পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,কমল (৩৫), সেলিনা (৩০) ও বন্যা (৭)। তারা নিচতলায় একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার (মিডিয়া), রাফি আল ফারুক জানান, দমকলকর্মীরা আহতদের উদ্ধারের পর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৩টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিউটি অফিসার আরও জানান, বিস্ফোরণের সময় ওই তলার একটি দেয়াল ধসে পড়ে এবং অন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়।
ভবনের অন্য বাসিন্দারা নিরাপদে আছেন এবং ভবনেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি