November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 29th, 2021, 8:01 pm

নাটকে অভিনয় করলেন ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ

অনলাইন ডেস্ক :

বেশ ক’জন ট্রান্সজেন্ডার নারী ও পুরুষ কাজ করছেন মিডিয়াতে। কেউ নিউজ প্রেজেন্টার হিসেবে। কেউ অভিনয়ে। সম্প্রতি এনটিভিতে প্রচার হওয়া নিকুল কুমার মন্ডল পরিচালিত ‘নুরুলের শেষের কবিতা’ নাটকে দেখা গেছে হোচিমিন অভিনয় করেছেন অর্ষার ছোট বোনের চরিত্রে। এবার নাটকে অভিনয় করলেন আরেক ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ। তার বিপরীতে দেখা যাবে এম এ সালাম সুমনকে। এ বাবুল পরিচালিত ‘ডেলিভারি ম্যান’ নাটকে দেখা যাবে তাকে। এটি রচনা করেছেন বরজাহান হোসেন। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নুসরাত মৌ বলেন, ‘আমরা সমাজের অবহেলিত একটা গোষ্ঠি। সবসময় বৈষম্যের শিকার হতে হয়। আমি যেখানেই গিয়েছি সেখানে আমাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। আমাকে বারবার প্রমাণ করতে হয়েছে, মানুষ একজন ট্রান্সজেন্ডার নারী সম্পর্কে যেসব ধারনা পোষণ করেন তা ঠিক নয়। এই প্রথম কোথাও কাজ করতে গিয়ে এত বেশি কমফোর্ট ফিল করেছি, সম্মানের সঙ্গে ইক্যুয়াল ট্রিট পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমাদেরও প্রতিভা আছে। যদি এভাবে সুযোগ করে দিতো আমদের অনেকেই ভালো কিছু করে দেখাতে পারতাম। আমি শোবিজে নিয়মিত কাজ করতে চাই।’ পরিচালক বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করতে। তবে এবারের নাটকে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিলাম। তৃতীয় লিঙ্গের নুসরাত মৌকে নিয়ে কাজ করলাম। আশা করছি এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’ এম এ সালাম সুমন ও নুসরাত মৌ ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা সুইটি, রজনীগন্ধা, ইমরান হাসু প্রমুখ। জানা গেছে, নাটকটি আগামী শনিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।