অনলাইন ডেস্ক :
গল্পের প্রয়োজনে চিত্রনাট্যকার নানা দৃশ্য, সংলাপ ব্যবহার করে থাকেন। কখনো কখনো অকথ্য গালিগালাজ ব্যবহার করতেও দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে এসব শব্দের ব্যবহার জরুরি বলে অনেকে দাবি করেন; তবে তা নিয়ম মেনে। ইদানীং নাটকে গালিগালাজের ব্যবহার বেড়েছে। জরুরি নয় তারপরও এমনটা ঘটছে বলে নেটিজেনদের অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। চলমান এই বিষয় নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান। এ লেখার শুরুতে তিনি বলেন-‘অনেকদিন ধরে একটি জিনিস খেয়াল করছি বাংলা নাটক নিয়ে খুব লেখালেখি হচ্ছে। নাটকের মান, শিল্পীদের সংলাপ, পোশাক এবং অঙ্গভঙ্গি নিয়ে সংবাদ দেখার পর দুঃখ আরো বেড়ে যায়। কারণ আমিও নিজেকে নাট্যাঙ্গনের একজন সদস্য মনে করি।’ সিদ্দিক তার পোস্টে একটি কুড়ালের ছবিও দিয়েছেন। এ ছবি পোস্ট করার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। তার ভাষায়-‘অনেকেই ভাবতেছেন, এই কুড়ালের ছবিটা কেন দিলাম? প্রতি কোরবানীর ঈদে যখন বেশি বেশি ছাগল আর গরু জবাই হয়; তখন মাংস-হাড় কাটার জন্য বেশি দরকার হয় এই কুড়ালের। ঠিক তেমনি দেশের মিডিয়াতে যখন কিছু নামধারী পরিচালক, অভিনেতা-অভিনেত্রী বেশি হয়, ঠিক তখন দরকার এই কুড়ালের। তাই আশা করব, এই কুড়ালটার যেন সঠিক ব্যবহার না করতে হয়; তার আগে এই সমস্ত শিল্পী, কলাকুশলীরা দেশ থেকে পালিয়ে যায়।’ দেশের দর্শক সচেতন ও শিক্ষিত বলে মনে করেন সিদ্দিক। তিনি বলেন, ‘এই দেশের দর্শক খুবই সচেতন এবং শিক্ষিত; তারা আপনাদের মতো অশিক্ষিত না। যেকোনো সময় তারা আপনাদের এই সমস্ত কর্মকা-ের বিরুদ্ধে এই কুড়াল ব্যবহার করতে পারে।’ হুঁশিয়ারি উচ্চারণ করে সিদ্দিক বলেন, ‘সাবধান হোন, এখনো সময় আছে, তা না হলে আমরাও জনগণের সাথে সহমত পোষণ করে আপনাদের বিরুদ্ধে কিছু একটা করতে পারি। সবাইকে বলব সকল অপসংস্কৃতি থেকে বিরত থাকুন।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ