নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাটোর-১ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সাতটি বাড়ি ও স্থাপনা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী বাড়ির মালিকরা অভিযোগ করেন, সোমবার সকালে দয়ারামপুর ইউপি সদস্য আক্কাস আলীর নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা ছত্রলীগ নেতা জাকারিয়ার বাড়িতে হামলা চালায়।
তারা বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায়।
একইভাবে নির্বাচনের ফল ঘোষণার পরপরই চাঁদপুর, ফকির, টুনিপাড়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও নাটোর-১ আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সমর্থকদের বাড়িঘর ও স্থাপনায় হামলার ঘটনা ঘটে।
এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আতঙ্কের মধ্যে বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি