ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে তার বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে আনা এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দুটি মামলাই অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি বিরোধী সেলে পাঠিয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দুই শিক্ষককে সাময়িক দায়মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
যৌন নিপীড়ন বিরোধী সেলকে আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
—–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম