November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 8:53 pm

নান্নুর চোখে এখানে সবাই সমান

অনলাইন ডেস্ক :

কয়েক দিন আগেই ঘরের মাঠিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সাতটি ম্যাচ দাপট দেখিয়েই শেষ করল বাংলাদেশ দল। তবে বিশ্রাম নেই খেলোয়াড়দের। আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই খেলোয়াড়রা যোগ দিয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে। এ ছাড়া দুই ক্রিকেটার ইতোমধ্যে চলে গিয়েছেন ভারতে আইপিএল খেলতে। টাইগারদের চলমান এমন ব্যস্ততার মধ্যেই গত রোববার আসন্ন আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে আইরিশ সফরের জন্য বিসিবির ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি গেল মাসে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের থাকলেও এরপর থেকে দলের বাইরেই রয়েছেন। ঘরের মাটিতে আইরিশদের বিপক্ষের ম্যাচে দলে জায়গা না পেলেও ধারণা করা হয়েছিল, দেশের বাইরের সিরিজে হয়তো তাকে দলে রাখা হবে। তবে তাকে রাখা হয়নি। এ সফরেও তরুণদের নিয়েই দল সাজিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নান্নু বলেন, ‘এখানে সবাইকেই সমানভাবে দেখা হচ্ছে, এখানে কাউকেই অন্যভাবে দেখা হচ্ছে না।’ এসময় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দল এশিয়া কাপের আগেই গঠন করা হবে উল্লেখ করে এ নির্বাচক বলেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করছি, এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। তার আগে আমরা সব ক্রিকেটারের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’ কন্ডিশনকে বিবেচনা করেই আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হয়েছে বলে জানান নান্নু। তিনি বলেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা বিবেচনা করে ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ-আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে।’ বিসিবির প্রধান এই নির্বাচক আরও বলেন, ‘বর্তমানে আমাদের দল আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের এখন যথেষ্ট সামর্থ্য আছে দ্রুত মানিয়ে নেওয়ার। যতই চ্যালেঞ্জ হোক, আশা করি, ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’