April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 8:22 pm

নান্নুর বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক তারকা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বাজে মন্তব্য করায় ফেঁসে যেতে পারেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ওপর অসন্তুষ্টের কথা প্রকাশ্যেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। একই সঙ্গে তিনি এটাও জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদের মেয়াদ ৩-৪ বছর হলেই ভালো।’ পরে এই বিষয়ে নান্নুর কাছে একই টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে জানতে চাওয়া হয়। তখন তিনি আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলে আখ্যায়িত করেন। এ বিষয়ে সোমবার গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আশরাফুল বর্তমান একজন খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক। তাকে সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। আমি শুনেছি এটা এবং বিষয়টি নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা করা হবে।’ জাতীয় দলের নির্বাচক প্যানেল ক্রিকেট অপারেশন্স বিভাগের অধীনে। তাইতো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন বিভাগটির প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘বোর্ডের একটা পদে থেকে এভাবে কারো ব্যাপারেই আক্রমণ করা ঠিক না। ওর (নান্নু) এমন মন্তব্য না করাই ভালো ছিল। নির্বাচক কমিটি ক্রিকেট অপারেশন্সের অধীনে থাকায় আমি এটা নিয়ে আজকেও আলাপ করেছি। বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা করবো।’