May 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 17th, 2024, 8:24 pm

নারায়ণগঞ্জে ১১টি হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ

লাইসেন্সবিহীন সকল হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এরই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের মোট ১১টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জেন ডা. এ এফ এম মুশিউর রহমান।

সিভিল সার্জন জানান, আমাদের কাছে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা এসেছে। সারা জেলার মোট ২০০টি হাসপাতাল-ক্লিনিকের মধ্যে ১১টির হালনাগাদ করা হয়নি।

তিনি আরও জানান, আমরা তাদের বুধবার বিকালে হাসপাতাল বন্ধের নির্দেশ পাঠিয়ে দিয়েছি। এছাড়া তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠান আছে কিনা সে বিষয়ে তদন্তসাপেক্ষে আমরা অভিযান চালাচ্ছি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে সারা দেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনোই এ বিষয়ে ছাড় দেব না।

তিনি আরও বলেন, আপনারা জানেন, এরই মধ্যে আমি বলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।

—-ইউএনবি