নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শুক্রবার বন্দর এলাকায় ফেরির ধাক্কায় নৌকা ডুবে তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার জিমি (২০), শাওন (১৬) ও রিফাত (১৭)। নৌকার আরও ১১ যাত্রী সাঁতরে নিরাপদে কুলে উঠতে সক্ষম হন। তবে কেউ নিখোঁজ হননি।
রাত ৯টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে নবীগঞ্জ ফেরি ঘাট থেকে হাজীগঞ্জ ঘাটে যাওয়ার উদ্দেশে নৌকাটি রওয়ানা দেয়।
নৌকার সামনের অংশ অতিরিক্ত বোঝাই হয়ে যাওয়ায় ফেরিতে ধাক্কা মারলে জাহাজটি কাত হয়ে যায়।
নৌকার সামনের অংশে যাত্রী বেশি থাকায় সামনের অংশটি দেবে ছিল। এরই মধ্যে ইঞ্জিন চালিত নৌকাটি থেমে থাকা ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে শাওন ও জিমির লাশ উদ্ধার করা হয়। মধ্যরাতে রিফাতের লাশ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ সদরের নৌ পুলিশের উপপরিদর্শক মো. ফোরকান (এসআই) জানান, দুর্ঘটনার পর নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার অপরাধ মাঝি আলমগীরকে আটক করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি