জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শনিবার (২২ মে) একটি ওয়াশিং ফ্যাক্টরিতে ভোর ৫টার দিকে হঠাৎ পাইপের লিক থেকে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন পাঁচজন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দগ্ধরা হলেন— আলম, নাজির, হেলেঞ্চা, বশির, এবং মেহেদী।
হেলাল নামের এক উদ্ধারকারী জানান, এটি একটি ওয়াশিং ফ্যাক্টরি। ঈদের কারণে ফ্যাক্টরি বন্ধ ছিল। কয়েকজন শ্রমিক সেখানে ঘুমাতেন। আজ ভোর ৫টার দিকে হঠাৎ পাইপের লিক থেকে আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি