November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 30th, 2021, 8:44 pm

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ভোট আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক সভায় এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে এ নির্বাচনের ভোট হবে। ২০১১ সালে গঠনের পর এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন।
এছাড়া টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভার নির্বাচনও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা ও চট্টগ্রামের বাঁশখালি। এসব নির্বাচনের ভোটও ইভিএম পদ্ধতিতে হবে।

—ইউএনবি