April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 21st, 2021, 1:31 pm

নারীদের কর্মক্ষেত্রে প্রবেশে বাধা দিচ্ছে তালেবান

ফাইল ছবি

রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশিরভাগ অংশ তালেবানের দখলে চলে যাওয়ার পর থেকেই ভয় আর শঙ্কা দেখা দিয়েছে আফগানদের মধ্যে। বিশেষত নারী অধিকারের ক্ষেত্রে তালেবানের আগের কর্মকাণ্ড সেই শঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে।
বিরোধিতা করলে যেকোন সময় খড়গ নেমে আসতে পারে গণমাধ্যমের ওপরও।

ক্ষমতা দখল করেই সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল টোলো নিউজে সাক্ষাতকার দিতে আসেন তালেবানের অন্যতম মুখপাত্র মৌলভি আবদুল হক হেমাদ। নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানানো তালেবান সবাইকে অবাক করে দিয়ে নারী উপস্থাপিকাকেই স্বাক্ষাৎকার দেয়।

খবর পাওয়া গেছে, বহু নারীকে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করতে দেয়নি সশস্ত্র গোষ্ঠীটি। কাবুলের এক সংবাদ সংস্থার সম্পাদক জানিয়েছেন, তার নারী সহকর্মী সাংবাদিকদের ঘরে থেকে কাজ করারা নির্দেশ দেয়া হয়েছে।

আফগান সাংবাদিকদের আশঙ্কা, আসছে দিনগুলোতে তালেবানের কঠোর শাসন গণমাধ্যমের স্বাধীনতাকে চূড়ান্তভাবে খর্ব করবে। আগেরবার তালেবান শাসনের সময় যেখানে ছিল একটিমাত্র রেডিও স্টেশন। যা শুধুমাত্র আজান ও ধর্মীয় শিক্ষার কাজে ব্যবহৃত হতো। সেই আফগানিস্তানে এখন কয়েক ডজন টিভি চ্যানেলের পাশাপাশি ১৭০টি রেডিও স্টেশন। আর সংবাদপত্রের সংখ্যা ১শ’রও বেশি।